নিজস্ব সংবাদদাতা : হুগলি ধনিয়াখালি ব্লকের মৎস্যচাষীদের সরকারের পক্ষ থেকে কুড়ি কিলো করে চারা মাছ এবং কুড়ি কিলো করে চুন দেয়া হয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জল ধর জল ভর কার্যকর করতে মৎস দফতরের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়। এদিন প্রায় 50 জন কৃষকের হাতে মাছ ছাড়াও চুন দেয়া হলো ।এ ব্যাপারে বলতে গিয়ে প্রাপকরা জানালেন জল ধর জল ভর প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি ।মুখ্যমন্ত্রীর এই প্রয়াসে উপকৃত হচ্ছেন চাষিরা। নতুন সরকার আসার পরই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গ্রাম বাংলার বিভিন্ন স্থানে 100 দিনের কাজের মাধ্যমে পুকুর খনন করা হবে। এর ফলে একদিকে যেমন এই প্রকল্পের অন্তর্গত মানুষের যেমন উপকার পাবেন তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় পুকুর খননের ফলে চাষের জলের সমস্যা মিটবে। এর সঙ্গে সঙ্গেই জলাশয়ে মাছ চাষ করে সাবলম্বী হতে পারবে চাষীরা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। পুকুর খননের সঙ্গে সঙ্গে কিভাবে উন্নত মানের চাষ করা যায় তারও প্রশিক্ষণ দেয়া হচ্ছে । বেশ কয়েক হাজার কৃষক এর সুফল পেয়েছে এবং আগামী দিনেও এই প্রকল্প জারি থাকবে এবং কৃষকরা মাছ চাষ করে অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন।