Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: কোলকাতা প্রেস ক্লাবের নব নির্বাচিত কর্ম সমিতি গঠিত হলো। কর্ম সমিতিতে সভাপতি হিসেবে স্নেহাশিস শূর , সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ-সম্পাদক নিতাই মালাকার ও কোষাধ্যক্ষ পদে অরিজিৎ দত্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্বার্চিত হয়েছেন।
শনিবার ২৭ নভেম্বর কোলকাতা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।‌ নিয়ম অনুযায়ী এদিন নয়া কমিটি নির্বাচনে সহ সভাপতি শৈবাল বিশ্বাস ও সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং কার্যকরী সমিতির সদস্য হিসেবে অংশু চক্রবর্তী, দেবাশিস সেনগুপ্ত, দেবযানী লাহা ঘোষ, পুলক মিত্র, রাজাময় মুখোপাধ্যায়, সঞ্জু শূর, শুভদ্যুতি দত্ত, সুদীপ্ত বসু ও সুমন গাঙ্গুলি নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.