Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : ২৯শে নভেম্বর ২০২১ এর বৈকালিক আড্ডায় দারুণ সমারোহে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের মুখপত্র “প্রতিকী”র আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়ে গেল কোলকাতার প্রখ্যাত সম্মিলন ক্ষেত্র প্রেসক্লাবে। একঝাঁক উদীয়মান কবি সাহিত্যিক এর সামনে আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিয়ে গেলন মুখ্য উপদেষ্টা প্রথিত যশা সাহিত্যিক পবিত্র সরকার, লালপাহাড়ীর দেশে যা র কবি অরুন চক্রবর্তী র সঙ্গে প্রখ্যাত ছড়াকার সাধন বারিক। বাংলার উত্তর দক্ষিণ একাকার।সঙ্গে বাংলাদেশ থেকে ও ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধির উপস্থিতিতে প্রেসক্লাবে র সভাগৃহ জমজমাট।সাহিত্যের সাথেই সমাজ কল্যাণের বিভিন্ন দিক আলোকিত হল।মুখ্যসংগঠকও সম্পাদক সুনীল চক্রবর্তীর নিখুঁত আয়োজন এবং বাংলার প্রেমে বিগলিত প্রাণ পাঞ্জাবি মহিলা বেবি কারফরমার সভাপতিত্বে সভাগৃহ জমজমাট। প্রকাশিত হল বই কশীনাথ চক্রবর্তী র উপন্যাস “আলো আঁধারের গল্প” পুলক রায়ে র জীবনীগ্রন্থ “রামমোহন, “বেবি কারফরমা র জীবনী মুলক গ্রন্থ” ১২ই আশ্বিন সাগর পক্ষে ” সুনীল চক্রবর্তী ও বেবি কারফরমার যৌথ ফসল “মনিষী কথা”। কবি জয়তী ব্যানার্জী এর কাব্যগ্রন্থ “মনসিজ “প্রকাশিত হল। আলোচনা হল সাধন বারিক এর পারুল প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ “গাঁয়ের মাটির টানে “সবমিলিয়ে দারুণ মুগ্ধতায় পরিপূর্ণ দেশও বিদেশের বিভিন্ন প্রান্তের প্রায় অর্ধ শত সাহিত্যপ্রেমী র প্রত্যাশা।প্রত্যেককে মানপত্র ও সুদৃশ্য স্মারক দিয়ে সম্মনিত করা হল।আপ্লুত সকলেই আয়োজনের পরিপূর্ণতায়।মুগ্ধতা ও বিমূঢ় বিষ্ময়ে অভিভূত। আরামবাগ থেকে প্রতিনিধিত্ব করেন কবি সাধন বারিক , বাচিক শিল্পী ডঃ তৃপ্তি কুণ্ডু রায় ও সাহিত্যপ্রেমী গৌতম চক্রবর্তী। সবমিলিয়ে কোলকাতার বুকে উজ্বল সাক্ষর সুচিত হল।আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সাহসী ও সার্থক পদ চারনা এক গৌরবময় উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.