রিন্টু পাঁজা, বীরভূম: গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ মজুত কয়লা উদ্ধার করলো বীরভূমের মুরারই থানার পুলিশ। শুক্রবার ঝারখন্ড বীরভূম সীমান্তবর্তী এলাকার রাজগ্রাম এলাকায় বিশেষ তল্লাশি চালায় মুরারই থানার পুলিশ, তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আনুমানিক ২৫০ মেট্রিক টন এর বেশি কয়লা। গত কাল রাতে মুরারই থানার রাজগ্রাম থেকে এই কয়লা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা রাজগ্রামে মজুত হতো, সেই মজুত করা কয়লা বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। মুরারই থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই অবৈধ কয়লা গুলি উদ্ধার করে। যদিও এই কয়লা কে বা কারা মজুত করেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। অপরদিকে শুক্রবার গভীর রাত্রে বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে রামপুরহাট বিষ্ণুপুর রোডের ওপর মাড়গ্রাম ইনতলা পাড়া এলাকা থেকে কয়লা ভর্তি মারুতি ভ্যান দেখতে পেলে তাদের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় মারুতি ভ্যান সহ দুইজনকে আটক করে পুলিশ। মারুতি মধ্যে ছিল আনুমানিক ১০ কুন্টাল কয়লা। মাড়গ্রাম থানার পুলিশ তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা গ্রহণ করেছে। শুক্রবার সকালে তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।