নিজস্ব সংবাদদাতা: আরামবাগ বাসস্ট্যান্ড এ বিজয় মোদক সুপার মার্কেট এর তৃতীয় ফ্লোরে আরামবাগ ইনস্টিটিউট অফ ডিজিটাল টেকনোমিডিয়ার উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারও মহতি রক্তদান শিবির হয়ে গেলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক মহোদয়া হাসিন জাহেরা রিজভী (আই এ এস), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ গার্লস কলেজের অধ্যক্ষ সাজেদুল ইসলাম, অধ্যাপক আব্দুল লতিব খান, শান্তি মোহন সরকার, প্রদীপ সিংহরায় সহ আরও অনেকে। সংস্থার সমস্ত ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে ডিরেক্টর শেখ সামাদ মুন্সী তাঁদের সংস্থার কার্যক্রম ও স্বনির্ভরতার দিশা নিয়ে বিস্তারিত ব্য্যাক্ষা করেন। অতিথিদের সম্মাননা প্রদান ও তাঁদের অনুপ্রেরণা মুলক বক্তব্য শেষে রক্তদান কর্মসূচি শুরু হয়। আরামবাগ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে রক্ত সংগ্রহ করা হয় বলে জানা গেছে।