রিন্টু পাঁজা, মল্লারপুর: পারিবারিক অশান্তি মীমাংসা করতে এসে ছেলের হাতেই খুন হতে হলো বাবাকে। নিহতের নাম সাবির আলী (৫০), পেশায় ছিলেন বিশ্বভারতীর সিকিউরিটি গার্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত হাজিপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোট ভাই সাহবুদ্দিন সেখ প্রায়ই দিন নেশা করতেন তায় নেশা করার জন্য কয়েক দিন আগে মেজো ছেলে আবুতালিম আলীর হাতের সোনার ব্রেসলেট ছোট ভাই চুরি করে। এরপর থেকেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। দুই ছেলের বিবাদ মিটাতে শান্তিনিকেতন থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি গিয়েছিলেন বাবা। বিবাদ মীমাংসা করতে সন্ধায় বসেছিলেন দুই ছেলে কে নিয়ে তখনই ছোট ছেলে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় দাদার উপর, এরপরে দাদার বুকে ছুরি মারতে গেলে তার বাবা বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাত গিয়ে পরে বাবার বুকে। গুরুতর জখম অবস্থায় বাবা সাবির আলী কে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। পুলিশ মৃত দেহ টি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর ছোটো ছেলে সাহবুদ্দিন সেখ পলাতক তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।