নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়া জেলার পাঁচমুড়া অঞ্চলের বনকাটা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আবালবৃদ্ধবনিতার মনোরঞ্জন করা রোমহর্ষক সব খেলার সম্ভার নিয়ে রোলেক্স সার্কাস। আনুষ্ঠানিক উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন তালডাংরা থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ পাঁজা, পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তরুণ কুম্ভকার, স্থানীয় বিশিষ্ট সমাজসেবি উত্তম গরাই, অসীম দে সহ সার্কাসের বিভিন্ন কর্মী ও শিল্পী বৃন্দরা।
এদিন রোলেক্স সার্কাসের ম্যানেজার মোল্লা সাদেক রহমান (হ্যাপি) জানান, করোনা মহামারীর কারনে প্রায় দুই বছর ধরে কর্মহীন হয়ে থাকার পর সরকারি নির্দেশ অনুযায়ী ফের কাজে ফিরে অত্যন্ত আনন্দিত আমাদের সার্কাসের শিল্পীরা। করোনার জেরে গৃহ বন্দি অবস্থায় এঁরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ও আর্থিক দিক দিয়েও ক্ষতির সম্মুখীন হয়েছিলেন।
তবে পুনরায় কাজে যোগ দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত বলে জানালেন সার্কাসের শিল্পীরাও।
হ্যাপি বাবু জানান, সরকারি নির্দেশ অনুযায়ী যাবতীয় বিধিনিষেধ মেনে তাঁরা সার্কাস শুরু করছেন, তিনি সরকারের প্রতি অনুনয়ের সুরে জানালেন, আবার সার্কাস বন্ধ হলে শিল্পীরা ও সার্কাসের সাথে জড়িত অসংখ্য কর্মী ফের আর্থিক অনটনের মধ্যে দিন কাটাবেন। কারণ তারা অন্যান্য কাজে ততটা পারদর্শী নয়, যতটা সার্কাসের কাজে তারা পরিপক্ক। আগত দর্শকদের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দিচ্ছেন তাঁরা সেটাও জানালেন কিছু দর্শক।
জিমনাস্টিকের উপরে সার্কাসের বাইশটি খেলা মানুষদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে দেখানো হচ্ছে। প্রতিদিন দুটি করে শো অনুষ্ঠিত হচ্ছে এই সার্কাসের।