নিজস্ব সংবাদদাতা : আজ ৩১ শে অক্টোবর ২০২১ আরামবাগ বাঁধ পাড়ায় রবিবার কলকাতার বিবেকানন্দ ফাউন্ডেশনের সম্পূর্ণ আর্থিক সহোযোগিতায় ও বাঁকুড়া জেলার শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় আরামবাগ পৌর ২নং ওয়ার্ডে স্থানীয় যুবসংঘের সদস্যদের সহযোগিতায় আরামবাগ পৌরসভার ২, ৩, ৪, ৫, ১৮ নং ওয়ার্ডের বন্যাদূর্গত মানুষদের মধ্যে বিশেষ ত্রানসামগ্রী আটা,সাবান, মাস্ক, মুড়ি, বিস্কুট, পেঁয়াজ, ভোজ্য তেল, সোয়াবিন,নারিকেল তেল প্রভৃতি সামগ্ৰী বিতরণ করা হয়। এই ত্রান বিতরণ শিবিরে বিবেকানন্দ ফাউন্ডেশনের সম্পাদক দিলীপ দাস মহাশয়, বিবেকানন্দ ফাউন্ডেশনের সহ সম্পাদক তথা হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সম্পাদক বিকাশ পালধী মহাশয়, চয়ন পালধী, ছাড়াও আরামবাগের আই সি বরুন ঘোষ মহাশয় ও পৌর প্রশাসক স্বপন নন্দী মহাশয় উপস্থিত ছিলেন। আরামবাগ আই সি বরুন ঘোষ, পৌর প্রশাসক স্বপন নন্দী বিবেকানন্দ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন, পাশাপাশি হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সেবা কার্যক্রমেরও প্রশংসা করেন। বিবেকানন্দ ফাউন্ডেশনের সম্পাদক দিলীপ দাস এবং সহ সম্পাদক বিকাশ পালধী বলেন তাঁরা কোনো দান করছেন না, বরং নরনারায়নের সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ পেয়ে নিজেদের ধন্য মনে করছেন । এই সেবাকার্য্যে বিশেষ ভাবে সহায়তা করেছেন আরামবাগ টাইমস্ সংবাদপত্র ও চ্যানেলের সম্পাদক কাকলী চ্যাটার্জী, সহ সম্পাদক রাজারাম মুখার্জি, সাংবাদিক যথাক্রমে সুশান্ত দাস, তুহিন দাস ও যুবসংঘের সকল সদস্যবৃন্দ। এদিন দুই শতাধিক পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়। সমগ্র কার্যক্রম সঞ্চালনায় ছিলেন কাকলী চ্যাটার্জী।
