রিন্টু পাঁজা, তারাপীঠ: “মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন” তারাপীঠে পুজো দিয়ে বললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। শনিবার দুপুর নাগাদ তারাপীঠে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, সঙ্গে ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্য। এদিন তিনি পুজো দেওয়ার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ” “তারা মায়ের কাছে বাংলার উন্নতি, ভারতবর্ষের মঙ্গল, ভারতবাসী দের মঙ্গল, এবং আমরা যে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি তা যেনো মা দ্রুত সমস্ত বঙ্গবাসী কে মুক্ত করেন সুরক্ষা দেন। তিনি আরও জানান, তারা মায়ের আশীর্বাদে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কম করে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আটকায়”।