Arambagh Times
কাউকে ছাড়ে না

তুমি যখন আদর করে
আমায় পাগলী বলো,
সুখ পাখি ডানা মেলে
আঁখি করে ছলো ছলো ||
বৃষ্টি ভেজা গধূলি বেলায়
এঁকে দিয়েছো শত আদর,
আজও খুঁজে বেড়ায় মন
আবেগ তাড়িত সেই প্রহর ||
নিশিদিন কেবল চেয়ে
রই তোমার পথপানে,
মন চায় হারিয়ে যেতে
দূর অজানায় গোপনে ||
মেঘলা দিনে একলা ঘরে
গুমরে মরে এই মন,
তুমি এসে ভালোবেসে
সাজিয়ে তোলো আমার
এই খুশির প্রাঙ্গন ||

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.