রিন্টু পাঁজা, তারাপীঠ:- করোনা তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসনের নির্দেশে এবারও কৌশিকী অমাবস্যায় বন্ধ তারাপীঠ মন্দির। প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ্য লক্ষ্য পুণ্যার্থীর সমাগম ঘটে কিন্তু বিগত বছরের মতো এবছর করোনার কারণে কৌশিকী মাবস্যয় ভক্ত শুন্য তারাপীঠ মন্দির। কথিত আছে কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দিলে পূর্ণ অর্জন হয়, সেই বিশ্বাস কে সম্বল করে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে। আজকে এই বিশেষ তিথি তে তারাপীঠে মা তারার বিশেষ ভোগের আয়োজন করা হয়। সকালে মাতারা কে স্নান করিয়ে বেনারসি পরিয়ে পাঁচ রকম ফল, পাঁচ রকম মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরে পাঁচ রকম ভাজা, মিষ্টি, পোলাও অন্ন। সন্ধ্যায় লুচি সুজি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এবং রাত্রিতে আমাবস্যার যে নিশি পুজো সেটি রাত্রি ১১ টা নাগাদ হয়। সেখানে খিচুড়ি এবং পায়েস দিয়ে নিশি পুজো হয় তার সঙ্গে শোল মাছ পোড়া, কারণ, পোলাও দিয়ে ভোগ নিবেদন করা হয়।