Arambagh Times
কাউকে ছাড়ে না


মনোরঞ্জন সাঁতরা : প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একজন শিক্ষকের হাত থাকে। শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার আচরন, কথা বলা প্রতিটা ক্ষেত্রেই একজন শিক্ষক থাকেন। যেমন শিশুর প্রথম শিক্ষক তার মা। জীবনের প্রতিটা শিক্ষককে সম্মান জানাতে ৫ই সেপ্টেম্বর তারিখে শিক্ষক দিবস পালন করা হয় দেশ জুড়ে। শিক্ষক সম্পর্কে এপিজে আবদুল কালাম বলেছিলেন, ‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।’

সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষেই এই দিনকে পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.