নিজস্ব সংবাদদাতা:দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কম শক্তিশালী হলেও চলতি বছরের অক্টোবর মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্রমে টিকাকরণের গতি বৃদ্ধি ও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার ফলে দ্বিতীয় ঢেউয়ের মতো তীব্র আকার হয়ত ধারণ করবে না তৃতীয় ঢেউ, কিন্তু সংক্রমণ ফের বাড়বে। হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো সামান্য সময়ের মধ্যে তৈরি করা হয়েছে, তার দৌলতে পরিস্থিতি মোকাবিলা করা যাবে বলেও জানিয়েছেন তাঁরা।
যদিও অনেকেই শিশুদের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তৃতীয় ঢেউয়ের শিশুদের বিপদই সবচেয়ে বেশি বলে মনে করছেন তাঁরা। কারণ, শিশুরাই একমাত্র, যাঁদের টিকাকরণ এখনও শুরু হয়নি। বিশেষজ্ঞদের এক অংশ বলেছেন, তৃতীয় ঢেউ এলে তাতে সমস্যায় পড়তে হবে শিশুদের।