Arambagh Times
কাউকে ছাড়ে না

ইচ্ছে করে উড়ে যেতে
দূর আকাশের পানে
শৈশবের সেই সুদিন গুলো
ফেলে এসেছি যেইখানে।
অতীত স্মৃতি কেবলই মোর
পিছু পিছু ধায়,
ইচ্ছে গুলো গুমরে মরে
ফেরার উপায় নাই ।
কতো খেলা কতো মজা
কতো খুশির সিন,
যতই খুঁজি হাত বাড়িয়ে
ফিরবেনা কোনো দিন।
জানি সবই সবই বুঝি
তবু যে সর্বক্ষন
খুঁজে ফেরে বারে বারে
আমার অবুঝ মন।
প্রভাত আলো কুল ছাপিয়ে
এলো দিনের শেষে
ক্রমে ক্রমে আঁধার কালো
জড়িয়ে ধরে এসে ।
এখন শুধুই এগিয়ে চলা
সামনের দিকে দেখা
ফেলে আসা শৈশব শুধু
দাঁড়িয়ে আছে একা।

Please follow and like us:
One thought on “অবুঝ মন : তপনজ্যোতি চ্যাটার্জি”

Leave a Reply

Your email address will not be published.