রিন্টু পাঁজা, রামপুরহাট: করোনার জেরে গত বছরের মতো এ বছরও কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। সোমবার প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, তারাপীঠ মন্দির কমিটি, হোটেল অ্যাসোসিয়েশন এবং ট্রেকার, অটো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। সাধক বামাখাপার সিদ্ধ পিঠ তারাপীঠ বলে পরিচিত। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির, শুধুমাত্র নিয়ম মেনে মা তারার নিত্য পুজো করবেন সেবায়েতরা। এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর। তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন রাজ্যে থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে তাই করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এদিনের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হল কৌশিকী অমাবস্যায় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দির। এদিন রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক, পুলিশ সুপার, ও মন্দির কমিটি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।