সুশান্ত দাস : রাজ্য সরকারের অধীনে জেলা শাসকের নির্দেশে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে গোলসি মর্ডান কম্পিউটার মিশনের সহযোগিতায় সম্পুর্ন ফ্রী তে পুলিশ কনস্টেবল এর চাকরির কোচিং শুরু হয়েছে আরামবাগ শিশু নিকেতন স্কুলে। আরামবাগ শাখার সেন্টার ইনচার্জ সেখ নজরুল হাসান জানান, প্রতিদিন সাড়ে তিন ঘণ্টার কোচিং হবে। যাতায়াতের বিষয় গুরূত্ব দিয়ে জেলা শাসক আরামবাগ মহকুমার ছটি ব্লক এলাকার আগ্রহী মাইনরিটিদের একসাথে এখানে কোচিং সেন্টারে কোচিং নেওয়ার ব্যবস্থা করেছেন। ডিরেক্টর হিসেবে মনিরুল ইসলাম ও তবিবুর রহমান, শিক্ষক হিসেবে দেবাশিস ব্যানার্জী ও শিল্পা সেন আছেন। মাইনরিটিদের মধ্যে বেশ কিছু মহিলা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কোচিং নিতে এসেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি দিশা দেখাবে। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট আরামবাগ টাইমস