নিজস্ব সংবাদদাতা : বন ও ভূমি সংস্কার দপ্তরের আওতাধীন ” আমার গ্রাম আমার বাগান “প্রকল্প গ্রাম বাংলার যুব সমাজের কাছে স্বনির্ভরতা অর্জনের নতুন দিশা দেখাতে পারে। ইতিমধ্যেই গোঘাট ১ ও ২ ব্লক জুড়ে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। মহকুমার প্রতি ব্লকেই সরকারি জমিতে অন্ততপক্ষে পাঁচটি করে উদ্যান তৈরি করার নির্দেশিকা এসেছে। সেই মোতাবেক গোঘাট ১ও ২ ব্লকে জব কার্ডধারি যুবকদের মাধ্যমে সরকারি জমিতে এই উদ্যান গড়ে তোলা ও তার পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। এতে স্বনির্ভরতার পাশাপাশি সবুজায়ন বাঁচবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে গোঘাট ২ বিডিও দেবাশীষ মন্ডল বলেন, ব্লক স্তরে মানুষকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। আমার গ্রাম আমার বাগান প্রকল্প তারই একটি অংশ। তিনি জানান, তাঁদের কাছে নির্দেশ আছে কমপক্ষে পাঁচটি উদ্যান গড়ে তুলতে হবে। এলাকার যুবকরাই লিজের মাধ্যমে সেই উদ্যানগুলি পরিচর্যা করবেন। পরে সেই উদ্যানের উৎপাদিত যে ফল তা বিক্রি করে পুরো অর্থই লিজ যারা নেবেন তারাই পাবেন। ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় থাকা জব কার্ডধারী যুবকদের সরকারি জমিতে লিজের মাধ্যমে এই আমার গ্রাম আমার বাগান প্রকল্পে উদ্যান গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, পরবর্তী পর্যায়ে প্রত্যেক সংসদের ব্যাক্তিগত ভাবে জমির মালিকরাও নির্দিষ্ট পরিমাণ জমি থাকলে এই প্রকল্পের আওতায় বাগান তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ফল বিক্রি করে যা লাভ হবে তার ৩০ শতাংশ অর্থ সংশ্লিষ্ট পঞ্চায়েত কে দিতে হবে।