Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা : আরামবাগ-বর্ধমান রোডে দৌলতপুরে রেলের ওভার ব্রিজের নিচে রাস্তা দীর্ঘ বছর ধরে কংক্রিটের অংশ উঠে রডের কাঠামো বেরিয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পি ডাব্লু ডি তার এলাকাধীন নয় বলে হাত গুটিয়ে নিয়েছে, আরামবাগ পৌরসভা বলেছে এটা রেলের অধীনে তাই তাদের দায় নেই। রেল কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করা হলেও অদ্ভুত ভাবে তারাও উদাসীন। ফল ভোগ করছেন সাধারণ মানুষজন। নিত্য দুর্ঘটনা লেগেই আছে কিন্তু কারো কোনো দায় নেই। অথচ আরামবাগ থেকে বর্ধমান গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। পথ চলতি মানুষদের কাছে এই রাস্তা অভিশাপে পরিনত। অসংখ্য জায়গায় লোহার রড যে ভাবে নখদাঁত বার করে বেরিয়ে আছে তাতে অতি সন্তর্পনে এই রাস্তা টুকু পার হতে গিয়েও গাড়ির পাতি ভেঙে যাওয়া, ব্রেক ডাউন হওয়া আটকানো যায় না। একবার কোনো গাড়ি এখানে ফেঁসে গেলে যান জট বাড়তি যন্ত্রনা। বৃষ্টি হলে বিপদ আরো বাড়ে। একবার নামকাওয়াস্তে সংস্কার করা হলেও মাস খানেক পরই তার পূর্বাবস্থায় ফিরে আসে। এলাকার মানুষজনের দাবি, মানুষ নিরাপদে পথ চলতে পারছেনা পৌর কর্তৃপক্ষ চোখ বুজে বসে আছে। হয় তারা নিজেদের উদ্যোগে রাস্তা সারাক, নতুবা রেল কর্তৃপক্ষকে চাপ দিয়ে রাস্তাটি পূর্ণ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করুক। যান ও জীবনের দাম বেশি নাকি রাস্তা কার তা নিয়ে নিজেদের জেদ বজায় রেখে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত এই নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.