নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের রামপুরহাট থানা উদ্ধার করলো ৩৪০০ জিলেটিন স্টিক। রামপুরহাট থানার এসআই গোলাম মোস্তফা এবং তার পুলিশ বাহিনী সোমবার রাতে অভিযান চালিয়ে দুটি বলেরও গাড়ি আটক করে সেই গাড়ি দুটি থেকে 3400টি জিলেটিন স্টিক পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর একটি গাড়িতে ২০০০ স্টিক ছিল অন্য গাড়িতে ১৪০০ স্টিক ছিল। দুটি গাড়ি ঝাড়খণ্ডের মুলুটি থেকে আসছিল। গাড়িচালক সহ মোট পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করে। এই পাঁচজন হলেন যশপাল সিং বয়স 30, রাহুল যাদব বয়স 18, বাপি ঘোষ বয়স 22, কালীপদ যাক বয়স 19, সুকদেব যাক বয়স ৫০। প্রয়োজনমতো যথাযথ তথ্য দেখাতে না পারায় তাদের গ্রেফতার করে পুলিশ। ওই বিস্ফোরক গুলি কী উদ্দেশ্যে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।