নিজস্ব সংবাদদাতা : এবার ঘরে ঘরে জল পৌঁছে দিতে সচেষ্ট রাজ্য সরকার নির্মল গ্রামের পর এবার স্বজল গ্রাম। ‘জল স্বপ্ন’ প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। আগামী পাঁচ বছরের মধ্যে এ প্রতিটি গ্রামে জল পৌঁছে যাবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য।
‘নিজের বাড়ি, নিজের কল, জল স্বপ্ন-র পানীয় জল’, এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি গ্রামের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। গত বছর গ্রাম বাংলার বাসিন্দাদের জন্য এই নয়া প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাঁচ বছরের মধ্যে দুই কোটি মানুষের কাছে এই প্রকল্পের সুবিধে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, রাজ্যের প্রত্যন্ত গ্রামে এখনও পরিস্রুত পানীয় জল পাওয়া যায় না। খাবার জল টুকু আনতে হেঁটে যেতে হয় মাইলের পর মাইল রাস্তা। আর সেই কষ্ট লাঘব করতেই এবার নতুন প্রকল্প – জল স্বপ্ন।