নিজস্ব সংবাদদাতা : নিয়তি কে নং বাধ্যতে, নিয়তির লিখন কেউ টলাতে পারেনা। বাঁকুড়া জেলার কোতুলপুর ভদ্রপাড়ার বাসীন্দা উজ্বল দাসও ভাবতে পারেন নি কাজে বেরিয়ে নিথর দেহে তাকে বাড়ি ফিরতে হবে। অসিত দাসের পুত্র উজ্জ্বল দাস বেঙ্গল ফার্মা তে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। কাজে বেরিয়ে আজ কিছু সময় আগে গাছের নিচে দাঁড়িয়ে ফোন রিসিভ করেছিলেন। আকাশ সকাল থেকেই বর্ষন মুখর ছিল। উজ্জ্বল দাস ,কোয়ালপাড়ার কাছে যে গাছের নিচে দাঁড়িয়ে ফোন রিসিভ করেছিলেন, আচমকাই সেই গাছের উপর বজ্রপাত হয়। গাছ এফোঁড় ওফোড় হয়ে যায়। নিমেষে ঝলসে যান উজ্জ্বল। সাথে সাথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।