নিজস্ব সংবাদদাতা, নলহাটি:- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু ঘটলো তিনজনের। ঘটনাটি বীরভূম জেলার নলহাটি থানা অন্তর্গত হরিদাসপুর পঞ্চায়েতের কার্তিক ডাঙ্গা মাঠে। জানা গিয়েছে, সোমবার বিকেলে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল সে সময় মাঠের কাজ সেরে বাড়ি ফিরছিলেন শান্তিপুর গ্রামের জগন্নাথ টুডু (৩৪) ও তার স্ত্রী সুমি টুডু (৩২) ওই দুই জন মাঠের একটি ভাঙ্গা বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পাকুরিয়ার সগলে গ্রামের ডনে হেমব্রম (১৭) তিনিও মাঠের ওই বাড়িতে আশ্রয় নেন, হঠাৎই মাঠের মধ্যে বজ্রপাত হলে গুরুতর আহত হয় তিন জনই। তাদের নলহাটি ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নলহাটি থানার পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।