রিন্টু পাঁজা, রামপুরহাট: করোনার তৃতীয় ঢেউয়ের আগে বীরভূম জেলার পর্যটন কেন্দ্র তারাপীঠে প্রবেশের জন্য করোনা সতর্কতায় বিশেষ নিয়ম চালু করছে প্রশাসন, এবার প্রশাসনের স্বাস্থ্যবিধির কঠোর নিয়মে সমস্যায় তারাপীঠের হোটেল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে হোটেল মালিক এবং পুলিশ প্রশাসনে আধিকারিকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক, সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জারি করা হয় যে পর্যটন কেন্দ্র তারাপীঠে আসতে গেলে পর্যটকদের করোনার rt-pcr টেস্টে নেগেটিভ এবং ভ্যাকসিন এর দুটি ডোজ এর সার্টিফিকেট দেখাতে হবে তবেই মিলবে হোটেলের রুম। পাশাপাশি তারাপীঠ আসার প্রবেশের তিনটি মুখে বসানো হয়েছে এন্টিজেন টেস্টের ক্যাম্প সেখানে টেস্ট করাতে হবে এবং করোনা ভ্যাকসিনের দুটি ডোজের সার্টিফিকেট দেখাতে হবে তবেই মিলবে তারাপীঠ মন্দিরে প্রবেশ। আর এরই ফলে বিপাকে পড়েছে হোটেল মালিকরা। এক হোটেল মালিক জানান” আজকে আমরা প্রশাসন কে জানালাম যে এন্টিজেন টেস্ট হোক অথবা ভ্যাকসিনের সিঙ্গেল ডোজ টা অনুমোদন দেওয়া হোক তার কারণ তারাপীঠে অধিকাংশ পর্যটক আসছেন তাদের সিঙ্গেল ডোজ হয়েছে অনেক জায়গায় দ্বিতীয় ডোজ হয়নি যার ফলে প্রশাসনের সেই নিয়মের জন্য ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। এর পাশাপশি আমরা হোটেল মালিকদের পক্ষ থেকে প্রশাসক কে অনুরোধ জানালাম যে আপনারা একটি চেকিং পয়েন্ট করুন যেখানে আপনারা করোনা টেস্টের ক্যাম্প করেছেন সেখানে এন্টিজেন টেস্ট চেক করে ছেড়ে দিন তাহলে আমাদের তরফ থেকে কোনো সমস্যা থাকবে না। যারা আসবে তাদের কে আমরা রুম দিতে পারবো, আমাদের যেনো ডকুমেন্টস ভেরিফাই না করতে হয়।
