নিজস্ব সংবাদদাতা: গতকাল আরামবাগ রেল স্টেশনে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে রেল পুলিশ উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার টাউন চন্দ্রকোনার বাসিন্দা পায়েল ঘোষ নামে এক মহিলা গতকাল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। সূত্র মারফত তারা জানতে পারেন আরামবাগ রেল স্টেশনে অচৈতন্য অবস্থায় এক মহিলাকে রেল পুলিশ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। সেই মোতাবেক বাড়ির এক জামাই মুন্না দে এসে হাসপাতালে ভর্তি হওয়া মহিলাকেই তাঁর শ্যালিকা হিসেবে সনাক্ত করেন। মুন্না দে জানান, তার শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হওয়া মহিলাই ইনি। নাম পায়েল ঘোষ। তিনি জানান, আরামবাগে কোনো এক জায়গায় পায়েলের বিয়ে হয় সুদীপ নিয়োগী নামে কোনো এক ব্যাক্তির সঙ্গে। তাদের পাঁচ ছয় বছরের একটি মেয়ে আছে। কিন্তু বিয়েটা টেকেনি। ডিভোর্স হয়ে যায়। তার পর থেকে টাউন চন্দ্রকোনায় পায়েল তার বাপের বাড়িতেই মেয়েকে নিয়ে থাকেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার একটু সমস্যা আছে ঐ মহিলার। কিন্তু কি কারণে এতদিন পর পায়েল আরামবাগে চলে আসেন সেটা মুন্না দে এখনও পর্যন্ত জানেননা বলে মিডিয়াকে জানান।