Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: তীব্র তাপদাহে হাসফাস সাধারণের জীবন, তার মাঝেই হঠাৎ ঘূর্ণিঝড়ের দেখা, আতঙ্কিত হুগলি নদী তীরবর্তি হলদিয়া শিল্পাঞ্চলের সিটি সেন্টার এলাকার পথচলতি মানুষজন।
কয়েক দিন ধরে পূর্ব মেদিনিপুর জেলার তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে, কখনো 42 ডিগ্রি সেলসিয়াস আবার কখনো 43 ছাড়িয়েছে। এর মাঝেই হঠাৎই ঘূর্ণিপাক, অতিরিক্ত গরমের ফলেই এই ধরনের ঘূর্ণিপাক দাবি স্থানিয়দের, এলাকার মানুষ বেশকিছুটা আতঙ্কিত। পার্শ্ববর্তী হুগলি নদী থেকেই তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে সিটি সেন্টারের বুকে এমনটাই দাবি স্থানীয়দের। তবে প্রথমবার টর্নেডো টাইপ এই ঘূর্ণিঝড় বেশকয়েকটি জায়গায় দেখতে পায় পথচারিরা। আকর্ষণ এর পাশাপাশি ভয়ের পরিবেশও তৈরি করেছে এই টর্নেডো টাইপ ঘূর্ণিঝড়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.