নিজস্ব সংবাদদাতা: আরামবাগ মহকুমায় মোবাইল চুরির সাথে সাথে মোটরসাইকেল চুরির ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডলের নেতৃত্বে একেরপর এক কিনারাও হচ্ছে। এবার গত ৫ এপ্রিল বিশেষ সূত্র মারফত ৩ জনকে মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। জানা গেছে, অভিযুক্তরা হলো যথাক্রমে, ১) এস কে মিরাজ উদ্দিন ওরফে রাজ ২) সুরজিৎ মাইতি, ৩) এস কে রাজিবুল ইসলাম। এদের গ্রেপ্তার করার পাশাপাশি ২টি চোরাই মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়। এ বিষয়ে একটি সুয়োমোটো মামলা রুজু করা হয় এবং অভিযুক্তদের ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই সময়ের মধ্যে আরও 04 টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।