নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলা যোগ এসোসিয়েশনের পরিচালনায় যোগা স্পোর্টস সোসাইটি ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান যোগা ফেডারেশন এর তত্বাবধানে ৭-৮ এপ্রিল ২০২৩ শুক্র ও শনিবার স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হল রাজ্য বিচারক ও প্রশিক্ষকদের রিফ্রেশারস কর্মশালা। এতে দুইশতাধিক যোগ বিচারক ও প্রশিক্ষক অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা থেকে। ৭ এপ্রিল শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম শংকর ষড়ঙ্গী এছাড়াও উপস্থিত ছিলেন ডি এম ও আয়ুষ ডাঃ বিশ্বরুপ মন্ডল, জেলা সংস্থার সভাপতি সমাজসেবী সুজয় হাজরা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই, ইন্ডিয়ান যোগ ফেডারেশন এর সম্পাদক মৃণাল চক্রবর্তী, রাজ্য সম্পাদক দেবাশীষ চ্যাটার্জী, জেলা সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ কার্যকরী সভাপতি অধ্যাপক অলক ব্যানার্জী ছাড়াও অন্যান্য বিশিষ্ট গুনিজন ও যোগ ব্যক্তিত্ব, অনুষ্ঠান পরিচালনা করেন আলোক কুমার পাল। দুদিনের এই কর্মশালায় বিভিন্ন কলেজের অধ্যাপক ও ডাক্তারবাবু অডিও ভিজুয়াল মাধ্যমে শিক্ষা দান করেন, বিশেষ আকর্ষণ ছিল যোগা স্কোরিং সিষ্টেমের এর কর্ণধার সমরেশ হাজরা মহাশয়ের অনলাইনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগাসন প্রতিযোগিতা পরিচালনার বিশেষ প্রশিক্ষণ ক্লাস। পরিশেষে সমস্ত অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেন অতিথিবৃন্দ