নিজস্ব সংবাদদাতা: কুরমিদের রেল অবরোধের প্রভাব পড়ল বাঁকুড়া জেলায় রেল পরিসেবায়। খড়গপুর- আদ্রা শাখায় একের পর এক ট্রেন বাতিল হয়েছে। আজ ভোরে আদ্রা- হাওড়া শিরোমনি ফাস্ট প্যাসেঞ্জার স্বাভাবিক চলাচল করলেও তারপর থেকেই রেল পরিসেবায় অবরোধের প্রভাব পড়তে শুরু করে। পুরুলিয়া- হাওড়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে ছেড়ে হাওড়ার উদ্যেশ্যে রওনা দেয়। পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। দুরপাল্লার একাধিক ট্রেনের রুট ডাইভার্ট করে গোমো দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর জেরে সকাল থেকেই বাঁকুড়া স্টেশনে শুরু হয়েছে যাত্রী দুর্ভোগ। একাধিক ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বাঁকুড়ার অন্যতম লাইফ লাইন রেল পরিসেবায় প্রভাব পড়ায় সর্বাধিক দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।