নিজস্ব সংবাদদাতা: সামনেই রাম নবমী উৎসবকে সামনে রেখে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের পক্ষ থেকে আরামবাগ শহর জুড়ে সংগঠনের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছিল। কিন্তু গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা সেই সব ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেয়। সেই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। ছুটে আসেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ও পুড়শুড়া বিধায়ক তথা বিজেপির রাজ্যস্তরের নেতা বিমান ঘোষ এবং সনাতন ধর্মে বিশ্বাসী অসংখ্য মানুষ। উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। উপস্থিত হন আরামবাগ থানার পুলিশ। পুরাতন বাজার এলাকার একটি কাপড়ের দোকান থেকে সিসি ফুটেজ পুলিশ সংগ্রহ করে নিয়ে যায়। বিধায়ক বিমান ঘোষ বলেন তাঁরা থানায় এফআইআর করবেন। কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন, পুলিশ সিসি ফুটেজ নিয়ে গেছে। ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে এরপর জনগণ বিচার করবে।