নিজস্ব সংবাদদাতা: গোঘাট থানার মথুরা (মোদরো) মোড়ে একটা পান বিড়ি সিগারেট ইত্যাদির গুমটির দোকানে কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। প্রতিদিনের মতো ভোরের দিকে দোকান খুলতে এসে দোকান মালিকের মাথায় হাত পড়ে। কারণ এই দোকানের উপর নির্ভর করে এদের পরিবারের কোনো রকমে সংসার নির্বাহ হতো। দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। একটু দূরত্বে গ্যাস সিলিন্ডার রাখা ছিল, ভাগ্য ক্রমে সেটি রক্ষা পেয়ে যাওয়ায় আরো ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়া থেকে রক্ষা পেয়ে যায় বলে জানান দোকান মালিক। তাঁর অনুমান, পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। কয়েক হাজার টাকা মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে বলে অনুমান।