Arambagh Times
কাউকে ছাড়ে না

প্রতি তিন মিনিটে দুজন মারে 
এমন মারণ ব‍্যাধি ,
কেউ কখনো শুনেছো কি
এখনো অবধি ?
যক্ষা হল সেই অসুখটা
টিবি যারে কয়,
হাঁচি,কাশির কফে জীবাণু
অন‍্যদের ছড়ায়।
দু সপ্তাহ বা বেশি কাশি,
রক্ত কাশির সাথে,
শ্বাসকষ্ট, বুকে ব‍্যথা,
জ্বরও সাঁঝবেলাতে।
কুঁচকি,গলা,অন‍্য কোথাও
গ্ৰন্থি আছে ফোলা,
শিরদাঁড়াতেও স্ফীতি,ব‍্যথা
নয়কো অবহেলা।
ঘন ঘন বমির সাথে
খিঁচুনি ,মাথায় ব‍্যথা,
অজ্ঞান হয়, মস্তিষ্কে
যক্ষার বারতা।
যাও এখনই বিলম্ব নয়
সরকারি হাসপাতালে;
কফ, রক্ত পরীক্ষা যত,
এক্স-রে বিনামূল‍্যে।
যতদিন না সম্পূর্ণ 
 . আরোগ‍্যলাভ হবে,
 সব রকমের যক্ষার ওষুধ
বিনামূল্যে পাবে।
সঠিকভাবে তদারকি আর 
DOTS এর প্রয়োগ
করবে সপাটে নির্মূল এই 
যক্ষা নামের রোগ।
চলো সবাই একত্রে আজ
মহাযজ্ঞ করে,
বাংলা করি যক্ষামুক্ত
দৃঢ় অঙ্গীকারে।।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.