নিজস্ব সংবাদদাতা: রেশনের খাদ্য দ্রব্য অত্যন্ত নিম্নমানের, বারবার বলেও কাজ হচ্ছিলো না। বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের সিমলাপাল অঞ্চলে “দুয়ারে একদিন” কর্মসূচিতে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে সামনে পেয়ে সিমলাপাল ব্লকের লায়েকপাড়া গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন সিংহমহাপাত্র সহ এলাকার অনেকেই রেশনের আটা দেখিয়ে মন্ত্রীর কাছে অভিযোগ করেন। মন্ত্রী সেটি দেখে নিজে কিছুটা খেয়ে তার নিজের কাছে স্যাম্পেল হিসেবে রেখে দেন এবং ঐ আটার প্যাকেটটিকে পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত শাস্তি হবে।