এক অভিনব দুপুরের সাক্ষী রইল ‘কলকাতা আন্তর্জাতিক বইমেলা’ প্রাঙ্গনের প্রেস কর্নার। আরামবাগের ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ এর নিজস্ব প্রকাশনা গৃহ ‘আন্তর্জাতিক সাহিত্য প্রকাশনা ‘ থেকে প্রকাশিত হলো একত্রিশ খানা বই চব্বিশ জন নারীর করমন্ডলে। প্রত্যেক নারীই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ‘ দুর্ঘটনা সচেতনতা ‘, ‘মরনোত্তর দেহ দান’, ‘বিদ্যুৎ দুর্ঘটনা ‘ থেকে রেহাইপাবার উপায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সচিব দেবেন্দ্র দেবেশ সহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। উপস্থিত ছিলেন পশ্চিমবাংলা ও ভারতের বিভিন্ন প্রান্তের কবিগণ। তাঁরা হলেন সলিল সিংহ মহাপাত্র, রত্না মুখার্জি, ইরা দলুই, অতসী ঠাকুর,দুলাল সুর, পুষ্পিতা চ্যাটার্জি, তৃষা কারার, শাকিলা বেগম, সঞ্চিতা চ্যাটার্জি, নন্দিতা চক্রবর্তী, তাপসী হালদার, তাপসী দাস সহ অনেক উজ্জ্বল নক্ষত্র।
সংস্থার কর্ণধার তথা মুখ্য সম্পাদক সুনীল চক্রবর্তী মহাশয়ের যোগ্য উপস্থাপনায় অনুষ্ঠান সাফল্যমন্ডিত হলো।
