সুশান্ত দাস : আরামবাগ পৌরসভার সীমানায় পারুলের কাছে প্রধান সড়কের উপর নির্মিত তোরোন ঘিরে এমনিতেই দীর্ঘ দিন ধরে বিতর্ক দানা বেঁধে ছিল। তোরোন ঘিরে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী অনেক স্বপ্ন দেখিয়েছিলেন আরামবাগসীদের। এই তোরোনের গায়ে নাকি আরামবাগের বরনীয় ব্যাক্তিত্বদের পাশাপাশি এলাকার ইতিবৃত্ত তুলে ধরা হবে। না, কোনোটাই তো হয়ইনি, বরং তোরোন জুড়ে এই কদিন আগে পর্যন্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন দৃশ্য দূষণ ঘটিয়েছে। একই সঙ্গে এই তোরোন নির্মানে নাকি বেশ কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানা গেছে, যদিও পরিকাঠামো দেখে আদপেও তেরো/চোদ্দো লাখ টাকা বিপুল অঙ্ক ব্যয় হয়েছে কিনা সে নিয়েও এলাকায় সন্দেহের দানা বাঁধে। এরপরই যেই ঘোষণা হয় এই তোরোন ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাতারাতি বদলে যায় তোরোনের ছবি। বিজ্ঞাপন উঠে গিয়ে এবার যেটা জনমানসে এলো তাকে ঘিরে নতুন করে প্রশ্ন, বিস্ময়, বিরোক্তি, কটাক্ষ শুরু হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা দেবীর নামাঙ্কিত স্বাগত তোরোন। আর সেই অবতার বরীষ্ঠ সর্বধর্ম সমন্বয়ের প্রতিক শ্রীরামকৃষ্ণ দেবের মাথার উপর কিভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি রাখা যায় সে নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিরোধী রাজনৈতিক দলও কটাক্ষ করতে ছাড়েনি।