নিজস্ব সংবাদদাতা: বাস স্ট্যান্ড থাকলেও বাসস্ট্যান্ডে ঢুকছেনা বাস। দীর্ঘদিন ধরেই ঘটে চলেছে এই ঘটনা। এবার তারই প্রতিবাদ জানিয়ে বাস আটকে রীতিমতো বিক্ষোভে শামিল হলেন পাত্রসায়ের বাস স্ট্যান্ড কমিটির সদস্য এবং এলাকার ব্যবসায়ীরা ।
বিক্ষোভকারীদের দাবি , পারমিট থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পাত্রসায়ের বাসস্ট্যান্ডে ঢুকছে না বাস, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীদের । পাত্রসায়ের বাসস্ট্যান্ডে না ঢুকে কাকর ডাঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে বাস গুলি । এদিন বেশ কয়েকটি বাস আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে। ফলে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের
বাস স্ট্যান্ড কমিটির সেক্রেটারি রাজকুমার চক্রবর্তী বলেন , বারবার প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছে কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি । পাত্রসায়ের বাসস্ট্যান্ডে যে সমস্ত বাঁশের ঢোকার পারমিট রয়েছে তারপরেও পাত্রসায়রে না ঢুকে কাকরডাঙ্গা হয়ে বেরিয়ে যাচ্ছে বাসগুলি । যার কারনে সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষদের ।
শেখ শাবিবুর রহমান নামে এক বাস চালক বলেন , রাস্তায় অত্যাধিক যানজট থাকায় সঠিক টাইমে কাকরডাঙ্গায় ঢুকতে দেরি হয় সে কারণে পাত্রসায়ের ঢোকা সম্ভব হয় না । রাস্তা যানজট মুক্ত হলে সঠিক সময়ে আসতে পড়লে পাত্রসায়ের ঢোকা সম্ভব হবে বলে জানান তিনি ।
দুর্জয় বাউরী নামে এক বাস যাত্রী বলেন , বাঁকুড়া থেকে আসছি বর্ধমান যাব কিন্তু এখানে বাস আটকে দেওয়া হয়েছে বলছে আর যাবে না । স্বাভাবিক ভাবেই চরম সমস্যায় পড়তে হচ্ছে আমাদেরকে ।