Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচন নাকি শান্তিপূর্ণ করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলীয় কর্মীদের নাকি বার্তাও দিচ্ছেন কোনো রকম উত্তেজনা মুলক কাজ করা যাবে না, কিন্তু এরপরও তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে মিছিলে দলীয় মন্ত্রী, জেলা, ব্লক স্তরের নেত‌ত্বদের উপস্থিতিতেই প্রকাশ্য রাস্তায় বিজেপির কর্মীদের দেখতে পেলেই ধোলাই দেওয়ার পেটাই দেওয়ার নিদান দিচ্ছে। রীতিমতো উস্কানিমূলক স্লোগান ছড়ানো হচ্ছে। গোঘাট ১ ব্লকে তৃনমূলের মহা মিছিলে পুরোভাগে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়, আরামবাগ লোকসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব জানা, সভানেত্রী শিখা দোলুই, সহ ব্লক স্তরের নেত‌ত্বদের উপস্থিতিতেই বিরোধী দলের বিশেষ করে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে চরম উস্কানিমূলক স্লোগান দিতে দিতে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে কর্মীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা কি তাহলে আইওয়াশ? আসলে এর আড়ালে আছে ইন্ধন? না হলে উচ্চ নেতৃত্বদের উপস্থিতিতেই কর্মীরা এরকম উস্কানি দেয় কিভাবে? একজন মন্ত্রী কিভাবে কেন্দ্রের টাকার বিষয়কে ” বাপের টাকা” বলে কুৎসা করেন? এরপরও মনে হতে পারে যে পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু পথে নিরাপদে, নির্বিঘ্নে হওয়া সম্ভব? প্রশ্ন তুলেছেন পুড়শুড়ার বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষও।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.