নিজস্ব সংবাদদাতা: প্রাইভেট গাড়ির সঙ্গে কোনো ঝামেলার জেরে আরামবাগের ২২ মাইলে এসবিএসটিসির গাড়ি আটকে কন্ডাক্টরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করলেন এসবিএসটিসির গাড়ির চালক। জানা গেছে, লালগোলা থেকে মেদিনীপুরের দিকে আসার পথে এসবিএসটিসি গাড়িকে আরামবাগ থানার ২২ মাইলে ট্রাক্টর দিয়ে পথ আটকে ঐ এসবিএসটিসি গাড়ির কন্ডাক্টরকে জোর করে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে স্থানীয় কয়েকজন। হতভম্ব ও আতঙ্কিত হয়ে পড়েন চালক ও যাত্রীরা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। মেদিনীপুর ডিপোর গাড়ি হওয়ায় চালক মেদিনীপুর ডিপোতে জানালে সেখান থেকে আরামবাগ থানায় জানানো হয়। সাথে সাথেই আরামবাগ পুলিশ বিরাট বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, অপহৃত কন্ডাক্টারের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।