নিজস্ব সংবাদদাতা: গোঘাট দু নম্বর চক্রে আয়োজিত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নতুন বছরের প্রথমেই স্কুল ব্যাগ উপহার দিলেন গোঘাট থানার মানবিক অফিসার ইনচার্জ শৈলেন্দ্র উপাধ্যায়। ৬০ জন ছাত্রছাত্রীকে স্কুল ব্যাগ উপহার দিলেন ওসি শৈলেন্দ্র উপাধ্যায় তাঁর নিজস্ব রোজগারের অর্থ থেকে। একই ভাবে মানবিকতার নজির স্থাপন করলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ৬০ জন ছাত্র ছাত্রীর হাতে ড্রইংয়ের সরঞ্জাম তুলে দিয়ে এবং বাদলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনামণি মুখার্জি ঐ ৬০ জন ছাত্রছাত্রীকে টিফিন স্পন্সর করলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে গোঘাট থানার অফিসার ইনচার্জ, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল এভাবেই একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। উপস্থিত ছিলেন বালিবেলা এবং কুমুড়সা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ গোঘাট 2 নম্বর চক্রের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা গণ ,গোঘাট দু নম্বর চক্রের অফিস কর্মীগণ।