নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সারা রাজ্যে প্রায় ৩,৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র বা বি এস কে আছে। সম্পুর্ন বিনা মূল্যে অসংখ্য পরিসেবা এই কেন্দ্রের মাধ্যমে মানুষ পেয়ে আসছেন। মাত্র দুজন করে কর্মী এক একটা কেন্দ্রে আছেন। সার্ভার সিস্টেম কোনো সমস্যা তৈরি না করলে অন্যান্য সাইবার ক্যাফের মতোই এখানেও অতি দ্রুত পরিসেবা পাওয়া যায় তাও সম্পুর্ন বিনা মূল্যে। আগামী ২০২৩ থেকে রাজ্যে আরও ১,৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে। পৌরসভার পৌর কার্যালয়ে যেমন বাংলা সহায়তা কেন্দ্র আছে তেমনি পঞ্চায়েত এলাকাতেও এই কেন্দ্রের মাধ্যমে মানুষ পরিসেবা পাচ্ছেন । জানা গেছে, নতুন করে আরো প্রায় দেড় হাজার নতুন কেন্দ্র যুক্ত হওয়ার পাশাপাশি প্রায় ২,৯২২ জন কর্মী নিয়োগ হবে। একই সঙ্গে সরকার আরও একটি উদ্যোগ নিয়েছে “দুয়ারে ব্যাঙ্ক”। এরজন্য ইতিমধ্যেই সরকার ব্যাঙ্কগলোর সঙ্গে চুক্তি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। এর ফলে এখান থেকেই লক্ষ্মীর ভান্ডার, জিরো ব্যালান্স একাউন্ট খোলা সহ অন্যান্য ব্যাঙ্কিং পরিসেবা পেতে পারবেন মানুষজন। এর জন্য বি এস কে কর্মীদের বাড়তি প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও জানা গেছে।