Arambagh Times
কাউকে ছাড়ে না

নিজস্ব সংবাদদাতা:রাজ্য সরকারকে কি নাড়া দিয়ে গেলো আজকের এই মহা মিছিল? আজ১৯ ডিসেম্বর কলকাতায় শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত নয়টি চাকরি প্রার্থী মঞ্চের যৌথ মহামিছিল হয়েছে। এই মহামিছিলে অংশগ্রহণ করেছিলেন নয়টি চাকরি প্রার্থী মঞ্চের শিক্ষিত যোগ্য চাকরি প্রার্থীরা, ছিলেন শুভবুদ্ধিসম্পন্ন অনেক বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সমাজসেবি সহ সাধারণ বিবেচক জনগণ। নয়টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের দাবি ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি প্রার্থীদের নিয়োগের সমস্যার সমাধানে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। নয়টি চাকরি প্রার্থী মঞ্চের প্রতিনিধিদের সাথে মুখ্যমন্ত্রীকে বৈঠকে বসে তাদের সমস্যার সমাধান করতে হবে এবং দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত সকল চাকরি প্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগের সুব্যবস্হা করতে হবে। এই একত্রিত মিছিল অনেক না বলা কথাও যেন বলে দিলো। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ এই জোটবদ্ধতার, এই দাবির প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন জানালেন। যেন এই মুহূর্তেরই অপেক্ষা ছিলো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.