নিজস্ব সংবাদদাতা: সারা ভারত ফরোয়ার্ড ব্লকের ১৯ তম হুগলি জেলা সম্মেলন বৈদ্যবাটিতে ৩ থেকে ৪ ডিসেম্বর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো। ৩ ডিসেম্বর বৈদ্যবাটি জোড়া অশ্বত্থতলায় সারা ভারত ফরোয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্য দান ও দলীয় পতাকা উত্তোলন করে বর্ণ্নাঢ্য মিছিল সহকারে বৈদ্যবাটি চৌমাথায় এসে শেষ হয়। সেখানেই প্রকাশ্য সমাবেশে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধি নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন দেশের সম্পদকে বিক্রি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে রকম দায়ী তেমনি রাজ্য সরকারও সমান দায়ী। রাজ্য কমিটির অন্যতম সদস্য ফরিদ মোল্লা, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবপ্রসাদ মালিক এদিন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সুনীল সাহা। সমাবেশ শেষে স্থানীয় একটি বন্ধ হিমঘর চত্বরে ৩রা ও ৪ ঠা ডিসেম্বর জেলার ১৯ টি থানা, লোকাল কমিটি থেকে আগত ২০০ জন প্রতিনিধিকে নিয়ে সম্মেলন শুরু হয়। সুনীল সাহা, বাকের আলী মন্ডল, হরপ্রসাদ মন্ডল, রাজিব সিংহরায়কে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন শিবপ্রসাদ মালিক। ২০ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ৩৯ জনের জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য নির্বাচিত হন এবং পুনরায় হুগলি জেলা সাধারণ সম্পাদক হিসেবে শিবপ্রসাদ মালিকই নির্বাচিত হন।