এক টাকার পাহাড়ের গল্প হলেও কিন্তু গল্প নয় । সত্যি ।
টাকার পাহাড় ! সে আবার কী? ‘চাঁদের পাহাড়’ নয় ! না, আমরা এখন টাকার পাহাড় দেখছি। দিনরাত দেখছি । দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছি , আবার জেগে উঠে দেখছি । এখন টাকার পাহাড় স্বপ্ন নয় ,বাস্তব । দেখা যায়। চেষ্টা করলে হয়তো কখনো স্পর্শও করা যায় । রিজার্ভ ব্যাংকের এক অফিসার বলছেন – জীবনে অনেক টাকা দেখেছি কিন্তু এমন টাকার পাহাড় কখনোও দেখিনি। স্বপ্নকে আজ দুচোখ ভারে দেখে নিলাম। আহা আহা কী দেখলাম চোখ জুড়িয়ে গেল!
পূর্ণিমার চাঁদের মতো যখন টাকার পাহাড় দেখছিলাম, মুখটা কেমন চকচকে করে উঠলো। ভালো জিনিস দেখলে নাকি মনে আনন্দ জাগে। রোমান্টিক কবি শেলী বলেছেন ‘A thing of beauty is joy for ever’. টাকার পাহাড় দেখে এখন আমাদের তাই হয়েছে।
বঙ্গের আকাশে আজ টাকার সূর্যোদয় হয়েছে। আমরা কী ভাগ্যবান! বঙ্গের যতো জঞ্জাল,পাপ টাপ ধুয়ে মুছে এবার থেকে সাফ হয়ে যাবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ইন্দিরা’ উপন্যাসে টাকার বিছানা ,টাকার বালিশে শুতে খুব ইচ্ছা জেগেছিল উপন্যাসের নায়িকা ইন্দিরার । তার এই ইচ্ছা এখন আর কেবল উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন টাকার বিছানা সহ বালিশ পাওয়া যাচ্ছে। ইন্দিরার মতো শুধু ইচ্ছা জাগলেই হয় , হয়তো কখনো শোয়াও যায়।
টাকার পাহাড়ের মতো
আমরা হীরের খনির কথা শুনেছি । হীরের রহস্য নিয়ে কত আ্যডভেঞ্চার আছে। রূপকথার মতো কত রোমাঞ্চিত হই সেই গল্প শুনে । কোহিনুর মনি! আহা আহা কী মিষ্টি নাম! সে যেন আমাদের চোখের মনি । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়ে’র বেকার ,ডানপিটে শঙ্কর একদিন কাজের খোঁজে পাড়ি দিলো উগান্ডাতে । সেখানে গিয়ে হীরের খনির সন্ধানে আফ্রিকার বনে পাহাড়ে ঘুরে ঘুরে মরে । মরানাপন্ন হয়ে অবশেষে সে হীরের খনির সন্ধান পেয়েছিল । তাদের যদি হীরের খনি থাকে আমাদের টাকার পাহাড় ! গর্বে বুক ভরে ওঠে। তাদের থেকে আমরা কত ধনী!
পাহাড়ের মতো এই টাকার পাহাড় নাকি মালিকানাহীন । সে নাকি পাহাড়ের মতো প্রকৃতির সৃষ্টি, স্বয়ংম্ভু ।
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতে সে ‘টাকা মাটি -মাটি টাকা ‘নয়। সে টাকা শুধু টাকা,মাটি কখনো নয়। মাটিতে থাকে না, সে রিজার্ভ ব্যাংকের এসিতে থাকে, দেশ- বিদেশের ব্যাঙ্কে থাকে তবে সুইজারল্যান্ডের ব্যাঙ্কে থাকতে বেশী ভালোবাসে। পরীর মতো কখন সে অদৃশ্য হয়ে দেশ থেকে বিদেশে উড়ে যায় । সে হাওলা হয়ে রূপ পরিবর্তন করে, অদৃশ্য হয় বিট কয়েনে । সত্যজিৎ রায়ের ‘নায়ক ‘এ সিনেমায় নায়ক টাকার স্বপ্ন দেখতে দেখতে টাকা চাপা পড়ে মরার দৃশ্য দেখে দর্শকরা আঁৎকে ওঠে। অবশ্য এই টাকার পাহাড় দেখে আমাদের ভয়ে আঁৎকে ওঠার কিছু নেই । এখন সে অদৃশ্য হবে। জেগে উঠে আবার দেখবো ! এখন বরং টাকার পাহাড় দেখতে দেখতে স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়া যাক ।
