Arambagh Times
কাউকে ছাড়ে না

নিঃ সঃ গত ২১ নভেম্বর আরামবাগের নাট্যচর্চার পথিকৃত , সাহিত্যিক, নাট্যকার, অভিনেতা অধ্যাপক সিতাংশু দত্তের শততম জন্মদিন এক অনাড়ম্বর ঘরোয়া পরিবেশে পালিত হল অধ্যাপক দত্তের পল্লিশ্রীর ‘ করুণাধারা বাসভবনে । উপস্থিত ছিলেন আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা, অধ্যাপক শৈলেন সরকার, প্রাক্তন অধ্যক্ষ বাণীপ্রসাদ সেন, কবি সাধন বারিক, প্রাক্তন প্রধান শিক্ষক তারাশংকর বন্দ্যোপাধ্যায় , আশিস বরণ সামন্ত, অশোক খাঁ , আবৃত্তিকার ও অভিনেতা প্রকাশ সিংহ রায়, শিক্ষক ও বাচিক শিল্পী উত্তম দত্ত, পিনাকী সেন , সাহিত্যিক অসিত কুণ্ডু , অভিনেতা মঙ্গলপ্রসাদ ঘোষ, সুব্রত মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । ছিলেন ‘ করুণাধারা-র সমস্ত সদস্য ।
এই সভায় সিতাংশু দত্ত জন্মশতবর্ষ উদযাপন সমিতি গঠিত হয় । সভাপতি ও সম্পাদক হিসেবে মনোনীত হন যথাক্রমে হরিপ্রসাদ মেদ্দা ও শৈলেন সরকার। স্মরণিকার সম্পাদনার দায়িত্বে থাকছেন অসিত কুণ্ডু , সহযোগিতায় অধ্যাপক মুক্তিপ্রকাশ রায় । সভায় ঠিক হয়, আগামী ৮ জানুয়ারি ২০২৩ , রবিবার আরামবাগ রামমোহন হলে সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মাধ্যমে শতবার্ষিক অনুষ্ঠান যথাযথভাবে পালন করা হবে । প্রয়াত অধ্যাপকের প্রিয় পাঁচজন ছাত্রকে ওইদিন সংবর্ধনা জানানো হবে এবং তিনজন ছাত্র অভিনেতাকে পুরস্কৃত করা হবে ।
অনুষ্ঠানের শেষে নাট্যগুরু সিতাংশু দত্ত রচিত ও পরিচালিত নাটক অভিনীত হবে । অধ্যাপক দত্তের সমস্ত ছাত্র ও পরিচিত ব্যক্তিদের ওইদিন উপস্থিত থাকার জন্য উদযাপন সমিতির পক্ষ থেকে অনুরোধ ও আহ্বান জানানো হয়েছে ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.