সুশান্ত দাস: জামাই চেয়েছিল দুই বউকে নিয়ে সংসার করবে। কিন্তু এক বউয়ের বাপেরবাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছিল তারই চরম পরিণতি তে চমকে গেল সকলে। কোতুলপুরের দেশরা গ্রামপঞ্চায়েতের তাজপুরে সম্বন্ধি দীলিপ দোলুইকে গুলি করার অভিযোগ উঠল ভগ্নিপতি চিন্ময় মালিকের বিরুদ্ধে। জানা গেছে, আরামবাগের কালিপুরের বাসিন্দা চিন্ময় মালিক আহত দিলীপ দোলুইয়ের বোনের সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পরেই তাকে ছেড়ে দিয়ে অন্য এক মহিলাকে আবার বিয়ে করেন পরে চিন্ময় মালিক দুই বৌকে এক সঙ্গে নিয়ে সংসার করতে চেয়েছিলেন কিন্তু তাতেই বেঁকে বসে প্রথম পক্ষের বউয়ের বাপের বাড়ির লোকজন। আর তারই প্রতিশোধ নিতে বউয়ের দাদাকে গুলি করে বলে অভিযোগ করেন অনুপ দোলুই। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কোতুলপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে আহত কে উদ্ধার করে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন।