নিজস্ব সংবাদদাতা: রাজ্যে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রীতিমতো আশঙ্কাজনক অবস্থায়। এই অবস্থায় সরকারি ভাবে ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বনের জন্য পোস্টার দিয়ে সচেতনতার দায় সারছে প্রশাসন’ এমনই অভিযোগ পঞ্চায়েত ও পৌরসভার বিভিন্ন এলাকায় পারিপার্শ্বিক পরিবেশ থেকে আতঙ্কিত সাধারণ মানুষজনের এতটা অংশের। আরামবাগ মহকুমায় বেশকিছু পঞ্চায়েত এলাকায় দেখা যাচ্ছে বিভিন্ন জলাশয় দীর্ঘদিন যাবদ সংস্কার না হওয়ায় পুতিগন্ধময়,আবর্জনায় ভরা। সেই জলেই এলাকার মানুষজন স্নান, কাপড় কাচা, বাসনপত্র ধোয়ার জন্য ব্যবহার করছেন। হুঁশ নেই যেমন ব্যবহারকারী মানুষদের মধ্যে, তেমনি সংশ্লিষ্ট পঞ্চায়েতেরও। চলছে চলুক এমন ভাব। আরামবাগ পৌরসভা , যেটা নাকি গ্রীন সিটির আওতায়, এই পৌরসভারও বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনার স্তুপে ঢাকা নিকাশি হীন ড্রেনগুলো মশার আতুড় ঘর তৈরি হয়েছে। কিলবিল করছে মশার লার্ভা। পৌরসভার পক্ষ থেকে যে স্প্রে করা হয় তাতে যে মশার লার্ভার কোনো রকম ক্ষতি হয়না তা ড্রেনগুলোর জমা জলে একটু দৃষ্টি দিলেই স্পষ্ট।
