সুশান্ত দাস : রাজ্যজুড়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত চলছেই। প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সচেতন করা হচ্ছে এবং অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এবং সংগঠনগত উদ্যোগেও সচেতনতার কাজ চালাচ্ছেন। সেই রকমই একটি দৃশ্য দেখা গেল আরামবাগে। এর আগেও বিভিন্ন সমাজের বিভিন্ন কুসংস্কার এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নিয়ে সচেতনতার কাজ করতে দেখা গেছে বহুরূপী প্রধান শিক্ষক দেবাশিষ মুখোপাধ্যায়কে। গোলাপ সুন্দরী নাম নিয়ে বহুরূপী সেজে বিভিন্ন সময়ে সচেতনতার কাজ চালিয়েছেন খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ বাবু। এদিন ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে আরামবাগ শহর জুড়ে ছড়ার তালে নেচে গেয়ে সচেতন করতে দেখা গেল প্রধান শিক্ষক দেবাশিষ মুখোপাধ্যায় ওরফে গোলাপ সুন্দরীকে।