সমাজের যত কেচ্ছা কাহিনি ঘেঁটে –
হতচকিত দেশের মানুষ আজ ।
কল্পার নামে জিহাদ এনেছে যারা-
সেই মূর্খরা চিরকালই ধড়িবাজ ।।
এর প্রতিবাদে তুমিও হয়তো শামিল-
তাদের শুধু দোজখ খোঁজার তাড়া ।
শিকার তাদের তেরো বছরের মেয়ে –
চোখে ঠুলি তবু এমনি সমাজধারা ।।
শায়িত তার কফিন বন্দি দেহ –
মৌলবিরা মিছে খুঁজে মরে জন্নত ।
পাশবিকতার শেষ কোথা কেবা জানে?
এদের রুখবে আছে কার হিম্মৎ!
আজ মেরেছে আবার মারবে কাল –
কোরানের বাণী শান্তির কথা বলে।
তুমি তো আল্লাহ্ চির রহমান –
এরা বেঁচে থাকে অর্থ ক্ষমতাবলে।।
এদের ধর্মে প্রেমের রং লাল –
আমার হাদিস পড়ে থাকে অবহেলে।
নারীকে যারা নরক দরজা ভাবে-
সেই নরকেই ডুবে মরে শেষকালে।।
……….. * ………….
