নিজস্ব সংবাদদাতা: রাস পূর্ণিমা ও উৎসবের আমেজের মধ্যেই আজ চন্দ্র গ্রহণ হয়ে গেল। দুপুর দুটোর পর বার বেলায় গ্রহণ শুরু হয়ে সন্ধ্যায় শেষ হলো এবং ঝকঝকে আকাশে চন্দ্র গ্রহণের স্বাক্ষী থাকলো অসংখ্য মানুষ। বলয় বেষ্টিত চন্দ্রের গ্রহণে সুফল কুফল নিয়ে নানা তর্ক-বিতর্ক চলতেই পারে, কিন্তু পূর্নিমার চাঁদের গ্রহণের সময় সেলফির আকর্ষণও কম ছিল না।
