নিজস্ব সংবাদদাতা:বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিত্যানন্দপুর মিনি মার্কেট। আর সেখানেই নাম গোত্র হীন এক মহিলা বাস করতেন, দীর্ঘ ২৫ বছর ধরে সেই মানুষটি এলাকায় বাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন , বাজারের দোকানদাররাই তাঁর খাওয়া পরার ভার নিয়েছিলেন । এলাকায় সকলেই তাকে মায়ের চোখেই দেখতেন। তিনিও মায়ের মতোই পুরো বাজারকে দীর্ঘ ২৫ বছর ধরে যেন আগলে রেখেছিলেন। আজ তিনি সবার মায়া ত্যাগ করে পরলোকে গমন করলেন। সারা নিত্যানন্দপুর বাজার জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে। সবার কাছে এক ডাকে পরিচিত সেই ‘মাসি’ আজ আর নেই। নিজের বলতে কেউ না থাকলে কি হবে বাজারের তার ব্যবসায়ি সন্তানরাই তার সৎকারের উদ্যোগ নেন। তাদের মধ্যেই একজন সন্তানের ধর্ম পালন করে তার মুখাগ্নিও করলেন। আজ ব্যান্ড পার্টিকে সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে, দামোদর নদীতে শেষ কৃত্য সম্পন্ন হলো তার। চোখের জলে তাঁকে বিদায় জানালো এলাকার সমস্ত জনগণ। সাক্ষী থাকলো সোনামুখীর নিত্যানন্দপুর।