Arambagh Times
কাউকে ছাড়ে না

ডিভিসির তরফ থেকে হঠাৎই জল ছাড়ায় রীতিমতো চিন্তার ভাঁজ কৃষকদের । ঘটনাটি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি গ্রামের । বছরভর মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় কৃষকরা । বছরের ঠিক এই সময়টাতেই তাদের ফলানো ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু হঠাৎই বাধে বিপত্তি । বিঘার পর বিঘা ধানের জমি এই সময় সোনালী আকার ধারন করেছিল। ঠিক সেই সময়ে জল ছাড়া হয় ডিভিসির ক্যানেল থেকে। এর জেরে প্রায় ৪০-৫০ বিঘা জমির ফসল চলে গেছে জলের তলায় । কৃষকদের অভিযোগ , তাদের না জানিয়েই হঠাৎ জল ছাড়ার সিদ্ধান্ত নেয় ডিভিসি কর্তৃপক্ষ ।

কৃষকরা জানান , কার্তিক মাসের ১০ তারিখে শেষ জল ছাড়া হয়েছিল। আমরা জানতাম আর জল ছাড়া হবে না তার জন্যই আমার ফসলকে কেটে জমিতেই রেখেছিলাম তখনই এই সমস্যা তৈরি হয় । তারা এও জানান শুধু যে ধানের ক্ষতি হলো এমনটা নয় , জমি জলপূর্ণ হওয়ায় পরবর্তীতে আলু চাষেও ব্যাপক ক্ষতি হবে তারা আশঙ্কা করছেন ।

তবে এ বিষয়ে ডিহিপাড়া পঞ্চায়েতের প্রধান অলকা সরকার জানান , জলছাড়া তো আমাদের হাতে নেই আমরা শুনলাম এই বিপত্তির কথা । তিনি বলেন , পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে আমরা কথা হয়েছো কৃষকদের ক্ষতিপূরন দেবার চেষ্টা করবো ।

তবে আশ্বাস যায় হোকনা কেন কৃষকদের কষ্টের ফল তো আপাতত বিফলে। কি হবে তাদের ভবিষ্যত এটাই এখন প্রশ্ন চিহ্নের মুখে ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.